bg_image

 

জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর অণুবিভাগ সংস্কার,পুনর্গঠন ও সম্প্রসারণ কার্যক্রম বাস্তবায়ন করার লক্ষ্যে নরসিংদী এবং কিশোরগঞ্জ জেলার  সমন্বয়ে ২০২৫ নবসৃষ্ট কর অঞ্চল-নরসিংদীর যাত্রা শুরু হয়।উক্ত সার্কেল সমুহের অধিক্ষেত্রসমূহ পুনর্বিন্যাসপূর্বক ২২টি কর সার্কেল সৃজন করা হয়।মূলত নরসিংদী এবং কিশোরগঞ্জ জেলায় যে সকল লিমিটেড কোম্পানির প্রধান কার্যালয় অব¯ি’ত এরূপ কোম্পানি এবং উল্লিখিত কোম্পানির বার্ধক্য তহবিল ও পেনশন তহবিল, আনুতোষিক তহবিল, স্বীক...ত ভবিষ্য তহবিল ও পরিচালকবৃন্দের কর মামলাসমূহ (এল.টি.ইউ ব্যতীত) , সকল পর্যায়ের প্রাইভেট হাসপাতাল, মেডিকেল কলেজ, ক্লিনিক , ডায়গনস্টিক সেন্টার ,আবাসিক/অনাবাসিক হোটেল, গেস্ট হাউজ, রেস্ট হাউজ, রেস্টুরেন্ট, ফাস্ট ফুড, পিৎজা শপ, সকল রিয়েল এস্টেট ও আবাসন সংক্রান্ত কর মামলাসমূহ নিয়ে কোম্পানিজ সার্কেল গঠিত হয়েছে।এছাড়াও উভয় জেলার অন্তর্গত বিভিন্ন উপজেলার ভৌগোলিক অধিক্ষেত্রে বিদ্যমান  ঠিকাদারী , ফার্ম ও  বৈতনিক কর মামলাসমূহ নিয়ে অন্যান্য সার্কেলসমূহ গঠিত হয়েছে।

মেঘনা, শীতলক্ষ্যা ,আড়িয়াল খাঁ ও পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীর বিধৌত জেলা নরসিংদীর আয়তন ১,১১৪.২০ বর্গ কি.মি। এ জেলার উত্তরে কিশোরগঞ্জ, পূর্বে ব্রাহ্মণবাড়িয়া, দক্ষিণে নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া এবং পশ্চিমে গাজীপুর অবস্থিত।ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র,ঘোড়াশাল সার কারখানা,বাংলাদেশ জুট মিলস লিমিটেড , তাঁতশিল্প ও দেশবন্ধু চিনি কল লিমিটেড সহ সাম্প্রতিক সময়ে প্রাণ-আরএফএল গ্রুপের  এবং স্যামসাং কোম্পানির উন্নতমানের কারখানা স্থাপনার মাধ্যমে কর অঞ্চল-নরসিংদী  জাতীয় অর্থনীতে রাজস্ব আহরণের অন্যতম গুরুত্বপূর্ণ স্পট হিসেবে বিবেচ্য। অপরদিকে  ঢাকা বিভাগের দ্বিতীয় বৃহত্তম জেলা কিশোরগঞ্জ  ২,৬৮৯ বর্গ কি.মি জুড়ে বিস্তৃত, যা অনেকটাই হাওড়ের উপর নির্ভরশীল। হাওড় কেন্দ্রিক জেলাটি মৎস্য চাষ,কৃষিজ পণ্য উৎপাদন এবং ভৈরবের জুতা শিল্পের মাধ্যমে  অর্থনীতিতে  অবদান রাখে।


ঢাকার নিকটবর্তী অর্থনৈতিক দ্রুত বর্ধনশীল অঞ্চল হওয়ায় রাজস্ব সম্ভাবনাময় কর অঞ্চল-নরসিংদী সৃষ্টির পর থেকে সম্মানিত করদাতাগণকে যাবতীয় কর সংক্রান্ত সেবা প্রদান করার পাশাপাশি রাজস্ব আহরণের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে বদ্ধপরিকর।